kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

৩২ সংস্থাকে ৯৮.৫ মিলিয়ন ডলার অনুদান

৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে৩২ সংস্থাকে ৯৮.৫ মিলিয়ন ডলার অনুদান

অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজোস যুক্তরাষ্ট্রের ২৩টি অঙ্গরাজ্যের গৃহহীনদের সহায়তায় কাজ করা ৩২টি সংস্থাকে ৯৮.৫ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন। বেজোস তাঁর ‘বেজোস ডে ওয়ান’ তহবিলের মাধ্যমে এই অর্থ দিচ্ছেন। ২০১৮ সালের সেপ্টেম্বরে তিনি এ তহবিলের ঘোষণা দেন। এ তহবিলের মাধ্যমে ২ বিলিয়ন ডলার অনুদানের ঘোষণা দিয়েছিলেন। এই তহবিল থেকে গৃহহীন পরিবারগুলোকে সহায়তার পাশাপাশি সারা দেশে প্রাক বিদ্যালয় তৈরিতে আর্থিক অনুদান দেওয়া হবে।

মন্তব্যসাতদিনের সেরা