kalerkantho

বুধবার । ৫ কার্তিক ১৪২৭। ২১ অক্টোবর ২০২০। ৩ রবিউল আউয়াল ১৪৪২

বিজনেস পার্টনার অব দ্য ফিউচার

ব্যবসায় প্রযুক্তি ও দক্ষতা বাড়ানোর আহবান

বাণিজ্য ডেস্ক   

২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেব্যাবসায়িক খাতকে আধুনিক প্রযুক্তির সংযোজন ও সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এগিয়ে নেওয়ার লক্ষ্য এবং এর সঙ্গে জড়িতদের দক্ষতা উন্নয়নে একটি ‘দ্য বিজনেস পার্টনার অব দ্য ফিউচার’ শীর্ষক রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে ডেইলি স্টার ভবনের এ এস মাহমুদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত রাউন্ড টেবিলের আয়োজন করে যৌথভাবে অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্টস (এসিসিএ), প্রাইসওয়াটার হাউস কুপারস লিমিটেড (পিডাব্লিউসি) এবং ডেইলি স্টার। অনুষ্ঠানটির পিডাব্লিউসির ম্যানেজিং পার্টনার মামুন রশীদ সভাপতিত্ব করেন।

বৈঠকটিতে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী। তিনি বলেন, বিশ্ব প্রতিনিয়ত বদলে যাচ্ছে। আর এই বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজেকেও বদলাতে হবে। সময়ের সঙ্গে তাল মেলাতে হবে। তাই ডাটা, টেকনোলজি আপডেটের পাশাপাশি ঝুঁকি ও দক্ষতা বৃদ্ধির মানসিকতাও থাকতে হবে।

মুসলিম চৌধুরী বলেন, ব্যবসায়ে সফল হতে হলে আধুনিক প্রযুক্তি, ঝুঁকি, নিয়ন্ত্রণ, শৃঙ্খলার বিকল্প নেই। অংশীদার ব্যবসায়ে এগুলোর সমন্বয় খুবই জরুরি।

মন্তব্যসাতদিনের সেরা