kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

মূল্যসূচক কমেছে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   

২১ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপুঁজিবাজারে শেয়ার বিক্রির চাপ অব্যাহত থাকায় মূল্যসূচক কমেছে। গতকাল ডিএসইতে সূচক কমলেও বেড়েছে লেনদেন। সিএসইর সূচক কমলেও বেড়েছে লেনদেন। দুই বাজারেই বেশির ভাগ কম্পানির শেয়ারের দাম হ্রাস পেয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৪০৬ কোটি ৩৪ লাখ টাকা আর সূচক কমেছে ৩০ পয়েন্ট। আগের দিন লেনদেন হয়েছিল ৩৮০ কোটি ৮৩ লাখ টাকা আর সূচক বেড়েছিল ০.৩৫ পয়েন্ট। দিন শেষে সূচক দাঁড়িয়েছে চার হাজার ৬৯১ পয়েন্ট। ডিএস-৩০ মূল্যসূচক ১৫ পয়েন্ট কমে এক হাজার ৬৪৫ পয়েন্ট ও ডিএসইএস শরিয়াহ সূচক ১০ পয়েন্ট কমে এক হাজার ৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৬১ লাখ টাকা। আর সূচক কমেছে ৪৬ পয়েন্ট।

মন্তব্যসাতদিনের সেরা