kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

রংপুরে সড়ক উন্নয়নে ব্যবহার হবে বসুন্ধরা সিমেন্ট

রংপুর অফিস   

২১ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেরংপুরে সড়ক উন্নয়নে ব্যবহার হবে বসুন্ধরা সিমেন্ট

বসুন্ধরা সিমেন্ট ব্যবহারের লক্ষ্যে চায়না কনস্ট্রাকশন সেভেনথ ইঞ্জিনিয়ারিং ডিভিশন করপোরেশনের সঙ্গে গতকাল বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের চুক্তি স্বাক্ষরিত হয়। ছবি : কালের কণ্ঠ

রংপুরে ২৩.৮ কিলোমিটার চার লেন রোড উন্নয়নে ব্রিজ, কালভার্ট, ওভারপাস ও আন্ডারপাস নির্মাণে ব্যবহার হবে দেশের সেরা বসুন্ধরা সিমেন্ট। সাসেক রোড কানেক্টিভিটি প্রকল্প-২ ও এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর রোড উন্নয়ন প্রকল্পের (ডাব্লিউপি-১২) আওতায় বড় দরগা বাসস্ট্যান্ড থেকে রংপুর পর্যন্ত এ উন্নয়ন হবে। এ লক্ষ্যে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কনস্ট্রাকশন সেভেনথ ইঞ্জিনিয়ারিং ডিভিশন করপোরেশনের চুক্তি সই হয়েছে। গতকাল বুধবার রাতে রংপুর নগরীর নর্থ ভিউ হোটেলে সিমেন্ট সেক্টর, বসুন্ধরা গ্রুপের সি এম ও খন্দকার কিংশুক হোসেন এবং সাসেক রোড কানেক্টিভিটি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জেং ডিজিং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।

অনুষ্ঠানে জানানো হয়, আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ, দেশের অন্যতম বৃহৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন উন্নত মানের ক্লিংকারে উৎপাদিত বসুন্ধরা সিমেন্ট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে চায়না কনস্ট্রাকশন সেভেনথ ইঞ্জিনিয়ারিং ডিভিশন করপোরেশন। বর্তমানে দেশের বড় বড় প্রকল্প মূল পদ্মা সেতুর নদীশাসন, পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প, মেট্রো রেল, ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পায়রা সেতুসহ অন্যান্য বৃহৎ স্থাপনাগুলোতে ব্যবহৃত হচ্ছে বসুন্ধরা সিমেন্ট।

চুক্তি সই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চায়না কনস্ট্রাকশন সেভেনথ ইঞ্জিনিয়ারিং ডিভিশন করপোরেশনের প্রকিউরমেন্ট ম্যানেজার ডন ইয়ানলিয়াং, ডিপিএম, ম্যাটেরিয়াল ম্যানেজার ওয়াং এবং বসুন্ধরা সিমেন্টের আশিক আহমেদ, সিনিয়র ম্যানেজার, সেলস, সাউথ উইং, এইচ এন আশিকুর রহমান, ডেপুটি ম্যানেজার, করপোরেট সেলসসহ অন্য কর্মকর্তরা।

মন্তব্যসাতদিনের সেরা