kalerkantho

রবিবার। ১৬ কার্তিক ১৪২৭ । ১ নভেম্বর ২০২০। ১৪ রবিউল আউয়াল ১৪৪২

ডিএসইর লেনদেন পেরোল ৪০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক   

১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশেয়ার কেনার চাপ বাড়ায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচকের সঙ্গে বেড়েছে লেনদেন। এতে গতকাল সোমবার ডিএসইর লেনদেন ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমলেও বেড়েছে লেনদেন।

গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪০৯ কোটি ৬১ লাখ টাকা আর সূচক বেড়েছে ৪ পয়েন্ট। দিন শেষে সূচক দাঁড়িয়েছে চার হাজার ৭২২ পয়েন্ট। ডিএস-৩০ মূল্যসূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৫২ পয়েন্ট ও ডিএসইএস শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৮৭ লাখ টাকা। আর সূচক কমেছে ১৩ পয়েন্ট। আগের দিন লেনদেন হয়েছিল ১২ কোটি ৫০ লাখ টাকা আর সূচক বেড়েছিল ১৪ পয়েন্ট।

মন্তব্য