kalerkantho

বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি     

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে বিনিয়োগ করবে ফোকসভাগেন

১৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে বিনিয়োগ করবে ফোকসভাগেন

জার্মানি গাড়ি কম্পানি ফোকসভাগেন জানিয়েছে, তারা আগামী ২০২৪ সাল নাগাদ ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে ৬৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। কম্পানির সিইও হারবার্ট ডাইজ বলেন, পরিবহনে ইলেকট্রিক গাড়ি কাজে লাগানো ছাড়া আমরা জলবায়ু পরিবর্তনবিরোধী যে যুদ্ধ তাতে জয়ী হতে পারব না। বর্তমান অর্থনৈতিক অবস্থায় আমরা উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়াতেও কাজ করছি।

হারবার্ট ডাইজ

সিইও, ফোকসভাগেন

মন্তব্যসাতদিনের সেরা