kalerkantho

শুক্রবার । ৭ কার্তিক ১৪২৭। ২৩ অক্টোবর ২০২০। ৫ রবিউল আউয়াল ১৪৪২

মূল্যসূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   

১৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপুঁজিবাজারে শেয়ার কেনা বাড়ায় বেড়েছে মূল্যসূচক ও লেনদেন। গতকাল রবিবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বৃদ্ধির পাশাপাশি বেড়েছে মূল্যসূচক। বেশির ভাগ কম্পানির শেয়ারের দামও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬৩ কোটি ৬৮ লাখ টাকা। সূচক বেড়েছে ৭ পয়েন্ট। আগের দিন লেনদেন হয়েছিল ৩১৯ কোটি ৯ লাখ টাকা আর সূচক কমেছিল ২৬ পয়েন্ট।

দিন শেষে সূচক দাঁড়িয়েছে চার হাজার ৭১৭ পয়েন্ট। ডিএস-৩০ মূল্যসূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ৬৪২ পয়েন্ট ও ডিএসইএস শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১০৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৫০ লাখ টাকা আর সূচক বেড়েছে ১৪ পয়েন্ট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১০ কোটি ৮৭ লাখ টাকা।

মন্তব্যসাতদিনের সেরা