kalerkantho

মঙ্গলবার । ৭ আশ্বিন ১৪২৭ । ২২ সেপ্টেম্বর ২০২০। ৪ সফর ১৪৪২

ডিএসসিইর সেমিনার

টেকসই উন্নয়নে পিপিপি নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক   

১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সরকারি-বেসরকারি উদ্যোগ নিশ্চিত করতে হবে। অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডে সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) অপরিহার্য। পিপিপি ছাড়া এসডিজির সব অভীষ্ট ও লক্ষ্য অর্জন করা অসম্ভব। তাই পিপিপি বাস্তবায়নে যেসব বাধা আছে তা দূর করার উদ্যোগ নীতিনির্ধারণী মহল থেকে নিতে হবে। গতকাল শনিবার ঢাকা স্কুল অব ইকোনমিকস (ডিএসসিই) আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

‘পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ ফল এন্টারপ্রেনিউরিয়াল ভেঞ্চার : পারস্পেক্টিভ অব বাংলাদেশ’ বিষয়ে ওই সেমিনারের ঢাকা স্কুলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, উদ্যোক্তা অর্থনীতি কোর্সের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী, সহকারী অধ্যাপক রেহানা পারভীন, সারাহ তাসনীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শবনম জাহান প্রমুখ বক্তব্য দেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পিপিপি অথরিটির প্রধান নির্বাহী ও সচিব মুহাম্মদ আলকামা সিদ্দিকী।

ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, সুষম উন্নয়নের জন্য পিপিপি ভালো একটি উদ্যোগ। এর জন্য বেসরকারি খাতকে অন্তর্ভুক্ত করার সুযোগ বৃদ্ধি করতে হবে। পিপিপিতে সফল হতে হলে ব্যবসা করার সহজ পরিবেশ নিশ্চিত করতে হবে এবং ওয়ান স্টপ সার্ভিস চালু করতে হবে। ঢাকা স্কুলে উদ্যোক্তা উন্নয়নে পিপিপির আওতায় ‘ইকোনমিক ইনকিবিউটর’ প্রতিষ্ঠা করা হবে।

 

মন্তব্যসাতদিনের সেরা