kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

জানুয়ারিতে ৫ লাখ ব্যাগ বসুন্ধরা সিমেন্ট উৎপাদনের লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক   

১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবসুন্ধরা সিমেন্ট দেশের মানুষের কাছে জনপ্রিয় হওয়ায় এর চাহিদা বেড়েছে বহুগুণ। বর্তমানে প্রতিদিন তিন লাখ ব্যাগ সিমেন্ট উৎপাদন করা হচ্ছে। চাহিদা বাড়ায় আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি মাস থেকে পাঁচ লাখ ব্যাগ উৎপাদন করা হবে। বর্তমানে এ সিমেন্ট পদ্মা সেতু, মেট্রো রেলের মতো বড় বড় প্রজেক্টে ব্যবহার করা হচ্ছে।

গতকাল এক অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং অফিসার খন্দকার কিংশুক হোসাইন এসব কথা বলেন।

রাজধানীর শ্যামপুরের রিফা কনভেনশন সেন্টারে গতকাল দুপুরে মতিঝিল এলাকার ঐতিহ্যবাহী ডিস্ট্রিবিউটর ‘মেসার্স ইউনাইটেড ব্রাদার্সের হালখাতা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সিমেন্ট ব্যবসায়ীদের মাঝে ১০ জনকে পুরস্কৃত করা হয়। প্রথম পুরস্কার পান নীলা ট্রেডার্সের মালিক। অনুষ্ঠানে শতাধিক ব্যবসায়ী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন চিফ মার্কেটিং অফিসার (সিমেন্ট সেক্টর বসুন্ধরা গ্রুপ) খন্দকার কিংশুক হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স ইউনাইটেড ব্রাদার্সের স্বত্বাধিকারী আলহাজ শেখ মুরাদ আলী। আরো উপস্থিত ছিলেন পলাশ আক্তার (এজিএম সেলস, বসুন্ধরা গ্রুপ), সাইফুল ইসলাম সিদ্দিকী (ডিভিশনাল সেলস ম্যানেজার বসুন্ধরা গ্রুপ)।

মন্তব্যসাতদিনের সেরা