kalerkantho

বৃহস্পতিবার । ২৩ জানুয়ারি ২০২০। ৯ মাঘ ১৪২৬। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১          

করপোরেট কর্নার

১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেকরপোরেট কর্নার

এমআরএম ইন্টারন্যাশনাল : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদের কাছ থেকে সম্প্রতি জামালপুর জেলার ২০১৮-১৯ অর্থবছরের সর্বোচ্চ করদাতা হিসেবে সনদ গ্রহণ করেন এমআরএম ইন্টারন্যাশনালের নির্বাহী অংশীদার এ কে এম মেহেবুব-উর-রহমান। সংবাদ বিজ্ঞপ্তি।


ইবিএল : ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) এবং সারাহ রিসোর্টের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। অনুষ্ঠানে চুক্তি বিনিময় করেন ইবিএল রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং সারাহ রিসোর্টের মহাব্যবস্থাপক ব্র্যান্ডিং, বিক্রয় ও রিজার্ভেশন আহমদ রকিব। সংবাদ বিজ্ঞপ্তি।


ইস্টার্ন হাউজিং লিমিটেড : ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্পানির চেয়ারম্যান মনজুরুল ইসলাম এবং এমডি ধীরাজ মালাকার। সংবাদ বিজ্ঞপ্তি।


বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড : রাজধানীর গ্রীন রোডে ওয়ারপো কনফারেন্স সেন্টারে ‘বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে পলি ও লবণাক্ততা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত’ হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পনিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মাহফুজুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি।


সিঙ্গার : ‘সিঙ্গার ফ্যামিলি অ্যান্ড ফান শো’ শুরু হচ্ছে এনটিভিতে। অনুষ্ঠানে সিঙ্গার বাংলাদেশের এমডি ও সিইও এম এইচ এম ফাইরোজ, এনটিভির হেড অব প্রগ্রাম মোস্তফা কামাল সৈয়দ এবং মিডিয়াকম লিমিটেডের সিওও অজয় কুমার কুণ্ডু সিঙ্গার ফ্যামিলি অ্যান্ড ফান শোর জন্য চুক্তিতে সই করেন। সংবাদ বিজ্ঞপ্তি।


নতুনধরা : নতুন প্রজন্মের নতুন পৃথিবী স্লোগানে মোহাম্মদপুর রিং রোডের ‘চিলিস রেস্টুরেন্ট’-এ চলছে তিন দিনের নতুনধরা একক আবাসন উৎসব। উৎসবের উদ্বোধন করেন কম্পানির এমডি সাদী-উজ-জামান, চেয়ারম্যান বজলুর রহমান ও নির্বাহী পরিচালক ফেরদৌস আলম খান। সংবাদ বিজ্ঞপ্তি।


ওয়ালটন : সিরাজগঞ্জের কাজিপুরে আলমপুর চৌরাস্তায় ফিতা কেটে ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক শোরুম ব্রাদার্স ইলেকট্রনিকসের উদ্বোধন করছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি ও চিত্রনায়ক সায়মন সাদিক। আরো ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার, হুমায়ুন কবীর, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শাহ আলমসহ অন্যরা। সংবাদ বিজ্ঞপ্তি।


ইসলামী ব্যাংক : রাজধানীর বাসাবোতে ইসলামী ব্যাংকের ৩৫০তম শাখা উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি ও সিইও মো. মাহবুব উল আলম এবং ব্যাংকের ডিএমডি আবু রেজা মো. ইয়াহিয়া। সংবাদ বিজ্ঞপ্তি।

মন্তব্যসাতদিনের সেরা