kalerkantho

বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি     

বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহায়তা দেবে রাশিয়া

নিজস্ব প্রতিবেদক   

১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও বিমান পরিবহন খাতে সহযোগিতার আশ্বাস দিয়েছে রাশিয়া। একই সঙ্গে বিজ্ঞান-প্রযুক্তি ও কারিগরি খাতের উন্নয়নেও বাংলাদেশের পাশে থাকবে। এসব খাতে বাংলাদেশ যদি ঋণ ও প্রযুক্তিগত সহায়তা চায়, সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছে দেশটি। উভয় পক্ষের মধ্যে আলোচনার ভিত্তিতে এ বিষয়ে একটি চুক্তি (প্রটোকল) সই হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলানগরে এনইসি সম্মেলনকক্ষে এই চুক্তি সই হয়। বাংলাদেশ রাশিয়া ইন্টার গভর্নমেন্টাল কমিশন অন ট্রেড ইকোনমিক, সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ। এটি বাংলাদেশ-রাশিয়া আন্ত সরকার কমিশনের দ্বিতীয় বৈঠক। এ বৈঠকে দুই দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব মনোয়ার আহমেদ এবং রাশিয়ার কৃষি উপমন্ত্রী ইলিয়া সেচটাকো। গতকালের বৈঠকে দুই পক্ষের মধ্যে নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা, বিদ্যুৎ, জ্বালানি, পারমাণবিক বিদ্যুৎ, বিমান খাত, মৎস্য ও প্রাণিসম্পদ, ব্যাংকিং লেনদেন সহজীকরণ, ভূতাত্ত্বিক গবেষণা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শিক্ষা ও সাংস্কৃতিক এবং কারিগরি খাত।

মন্তব্যসাতদিনের সেরা