kalerkantho

শুক্রবার । ৩ আশ্বিন ১৪২৭। ১৮ সেপ্টেম্বর ২০২০। ২৯ মহররম ১৪৪২

কয়েক দিনের উত্থানের পর বড় পতন

নিজস্ব প্রতিবেদক   

১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটানা কয়েক দিন মূল্যসূচকের উত্থানের পর পুঁজিবাজারে আবারও মূল্যপতন ঘটেছে। আর লেনদেনও একই চক্করে ঘুরপাক খাচ্ছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকে বড় পতন হয়েছে। কমেছে লেনদেনের পরিমাণও।

আরেক বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমার সঙ্গে লেনদেনের পরিমাণ হ্রাস পেয়েছে। দুই বাজারেই বেশির ভাগ কম্পানির শেয়ারের দাম হ্রাস পেয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৯ কোটি ৯৫ লাখ টাকা, আর সূচক কমেছে ৪২ পয়েন্ট। আগের দিন লেনদেন হয়েছিল ৩৯২ কোটি ৫০ লাখ টাকা, আর সূচক কমেছিল ২ পয়েন্ট।

দিনশেষে সূচক দাঁড়িয়েছে চার হাজার ৭৩৭ পয়েন্ট। ডিএস-৩০ মূল্যসূচক ১৭ পয়েন্ট কমে হয়েছে এক হাজার ৬৪৭ পয়েন্ট। ডিএসইএস শরিয়াহ সূচক প্রায় ৭ পয়েন্ট কমে এক হাজার ৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ২৭ লাখ টাকা, আর সূচক কমেছে ৬৮ পয়েন্ট।

মন্তব্যসাতদিনের সেরা