kalerkantho

সোমবার । ৬ আশ্বিন ১৪২৭ । ২১ সেপ্টেম্বর ২০২০। ৩ সফর ১৪৪২

শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে

অগ্নি সুরক্ষা খাতের মেলা ১৩ ফেব্রুয়ারি

বাণিজ্য ডেস্ক   

১৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅগ্নি সুরক্ষা ও নিরাপত্তা খাতে দেশের বৃহত্তম প্রদর্শনী শুরু হচ্ছে আগামী ১৩ ফেব্রুয়ারি। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ প্রদর্শনী চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এরই মধ্যে আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো (আইএফফএসই) ২০২০-এর প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে গেছে।

তিন দিনের এ আয়োজনে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ইউরোপ, মধ্যপ্রাচ্য, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়াসহ ২৫টিরও বেশি দেশের শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর আয়োজনে ইলেকট্রনিকস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) এবং সহযোগিতায় আছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

মন্তব্যসাতদিনের সেরা