kalerkantho

বৃহস্পতিবার । ১৩ কার্তিক ১৪২৭। ২৯ অক্টোবর ২০২০। ১১ রবিউল আউয়াল ১৪৪২

এসিআইয়ের ভুল তথ্য প্রকাশ

কর্মকর্তা বরখাস্ত, তিন সদস্যের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক   

১৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেড চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম প্রান্তিকে সমন্বিত হিসাবে শেয়ারপ্রতি লোকসান করেছে ৫.৯৯ টাকা। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এটি দেখানো হয় কম্পানিটির মুনাফা হিসেবে। এ ভুল তথ্য প্রকাশ করায় মার্কেট অপারেশনস বিভাগের প্রধান সায়িদ মাহমুদ জুবায়েরকে বরখাস্ত করা হয়েছে। ওই বিভাগে নতুন দায়িত্ব পেয়েছেন এজিএম কামরুন নাহার। বিষয়টি খতিয়ে দেখতে ডিএসই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

জানা যায়, লোকসান করলেও মুনাফা দেখানোয় এসিআই কম্পানির শেয়ার কিনতে আগ্রহী হন বিনিয়োগকারী। কেনার পরিমাণ বাড়লে শেয়ারের দামও বেড়ে যায়। তবে পরবর্তীতে ভুল ধরা পড়লে সংশোধন করেছে ডিএসই। এ ছাড়া গত অর্থবছরের শেষ প্রান্তিকে শেয়ারপ্রতি ৯.০৬ টাকা লোকসান করে এসিআই।

ডিএসইর কর্মকর্তারা জানান, পুঁজিবাজারে শেয়ার লেনদেন শুরু হওয়ার ২২ মিনিট পরে ভুল তথ্য প্রকাশের বিষয়টি নজরে আসে। তার পরে তড়িঘড়ি করে সঠিক তথ্য প্রকাশ করা হয়। এ ক্ষেত্রে সমন্বিত হিসাবে কম্পানিটির শেয়ারপ্রতি ৫.৯৯ টাকা লোকসানের তথ্য প্রকাশ করা হয়।

ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন জানান, এসিআইয়ের আর্থিক হিসাব নিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে ভুল তথ্য প্রকাশ করা হয়।

মন্তব্য