kalerkantho

বুধবার । ২২ জানুয়ারি ২০২০। ৮ মাঘ ১৪২৬। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১     

প্রাইম ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

বাণিজ্য ডেস্ক   

১২ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রাইম ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

প্রাইম ব্যাংক : প্রাইম ব্যাংক গত ৬ নভেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ে সরাসরি ইন্টারনেটের মাধ্যমে তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ সময় ব্যাংকের এমডি ও সিইও রাহেল আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক গোলাম রব্বানী, তৌহিদুল আলম খান, ফায়সাল রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

প্রাইম ব্যাংক বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে গত ৬ নভেম্বর ব্যাংকের অগ্রগতির বিভিন্ন সূচক সম্পর্কে বিস্তারিত জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি ও সিইও রাহেল আহমেদ এবং ডিএমডি ও সিএফও মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী। প্রতিবেদনে জানানো হয়, বছরের প্রথম ৯ মাসে প্রাইম ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১.৩৭ টাকা, যা ২০১৮ সালের একই মেয়াদে ছিল ১.০৮ টাকা। ব্যাংকের মুনাফা বৃদ্ধির হার ২৭%।

মন্তব্যসাতদিনের সেরা