kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

ফরিদপুরে জেলা ব্র্যান্ডিং মেলা ২৫ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১২ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফরিদপুরে আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘জেলা ব্র্যান্ডিং মেলা-২০১৯’। মাসব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ মেলার প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।

জেলা ব্র্যান্ডিং মেলা সম্পর্কে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আসলাম মোল্লা জানান, মেলার প্রবেশ মূল্য ধার্য করা হয়েছে ১০ টাকা।

মন্তব্য