kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

খুলনায় সপ্তাহব্যাপী কর মেলা বৃহস্পতিবার

খুলনা অফিস   

১২ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআগামী বুধবার ২০১৮-১৯ করবর্ষে সর্বোচ্চ কর প্রদানকারী, সর্বোচ্চ কর প্রদানকারী তরুণ করদাতা, সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা এবং দীর্ঘ সময় কর প্রদানকারীসহ ৭৭ জনকে সম্মাননা জানাবে খুলনা কর অঞ্চল। এদিন সকালে নগরীর একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার থেকে খুলনা মহিলা ক্রীড়া কমপ্লেক্ষে সাত দিনব্যাপী বিভাগীয় কর মেলা করবে সংস্থাটি। গতকাল সোমবার দুপুরে কর ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে খুলনা কর অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায় এ তথ্য জানান।

তিনি বলেন, ২০১৮-১৯ করবর্ষে খুলনা কর অঞ্চলে দুই হাজার চার শ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, যা পূর্ববর্তী বছরের চেয়ে ৩২ শতাংশ বেশি।

গাজীপুর : এ বছরের সেরা করদাতাদের সম্মাননা প্রদান ও আয়কর মেলা উপলক্ষে গাজীপুর কর অঞ্চলের উদ্যোগে এক মতবিনিময়সভা গতকাল সোমবার কর কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কর কমিশনার মো. আলী আসগর। সভায় কর কমিশনার জানান, কর কর্মকর্তাদের জনবান্ধব কর আদায় পদ্ধতি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য