kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

চীনে প্রশিক্ষণপ্রাপ্তদের সংবর্ধনা দিল দূতাবাস

নিজস্ব প্রতিবেদক   

৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেচীন সরকারের প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় সেখানে প্রশিক্ষণ নেওয়া অংশগ্রহণকারীদের সংবর্ধনা দিল ঢাকার চীনা দূতাবাস। চীন এইডের সহায়তায় চলতি বছরে ১৬টি প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেওয়া প্রায় ৩৫০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে প্রায় ১৭০ জনকে এ সংবর্ধনা দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমপিং। কি-নোট স্পিচ দেন অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন বিভাগের যুগ্ম সচিব ড. এ কে এম মতিউর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন ব্যক্তিরা।

অনুষ্ঠানে লি জিমপিং বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে নিবিড় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। এখানকার মানবসম্পদের প্রশিক্ষণের সহায়তা দিয়ে যাচ্ছে চীন। এ ছাড়া প্রতিবছর বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার জন্য চীন সরকার বৃত্তি দিয়ে যাচ্ছে। ২০১৩-১৮ সালের মধ্যে প্রায় দুই হাজার ২৭৮ জন সরকারি-বেসরকারি কর্মজীবী চীন সরকারের আওতায় চীনে প্রশিক্ষণ নিয়েছে। এ বছর ১৬টি কার্যক্রমে এ সংখ্যা তিন শতাধিক।

মতিউর রহমান বলেন, চীন বাংলাদেশের সর্ববৃহৎ ট্রেনিং পার্টনার। একই সঙ্গে আমাদের বিভিন্ন ধরনের ভৌত অবকাঠামো উন্নয়নেও চীন আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী বন্ধু।

মন্তব্যসাতদিনের সেরা