kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

মূল্যসূচক বাড়লেও লেনদেন তলানিতে

নিজস্ব প্রতিবেদক   

২৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমূল্যসূচক বাড়লেও লেনদেন তলানিতে

শেয়ার কেনার পরিমাণ বাড়ায় দেশের পুঁজিবাজারে মূল্যসূচক বাড়লেও তলানিতে নেমেছে লেনদেন। সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক সামান্য বাড়লেও লেনদেন নেমেছে তিন শ কোটি টাকার নিচে।

গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ২৭১ কোটি ৩৬ লাখ টাকা, আর সূচক বেড়েছে প্রায় ১৮ পয়েন্ট। আগের দিন লেনদেন হয়েছিল ২৮৮ কোটি ৩৬ লাখ টাকা, আর সূচক কমেছিল ৫২ পয়েন্ট।

দিনের সূচক বেড়ে দাঁড়ায় চার হাজার ৭২৬ পয়েন্ট। ডিএস-৩০ মূল্যসূচক ১.৫৫ পয়েন্ট কমে এক হাজার ৬৫৯ পয়েন্ট ও ডিএসইএস শরিয়াহ সূচক ৩.৮৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩৫২ কম্পানির মধ্যে দাম বেড়েছে ২০২টির, কমেছে ৮৮টির আর অপরিবর্তিত রয়েছে ৬২ কম্পানির শেয়ারের দাম। চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের সঙ্গে মূল্যসূচক বৃদ্ধি পেয়েছে। বুধবার সিএসইতে লেনদেন হয়েছে ১৮ কোটি ২৯ লাখ টাকা। আর সূচক বেড়েছে ৩৮ পয়েন্ট।

মন্তব্যসাতদিনের সেরা