kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

বিক্রির চাপে আতঙ্ক বাড়ছে

৩৫ মাস পেছনে ফিরল পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক   

২৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপুঁজিবাজারে শেয়ার বিক্রির চাপে আতঙ্কিত হয়ে উঠেছেন বিনিয়োগকারীরা। আর অব্যাহত বিক্রির চাপে পেছনে হাঁটছে বাজার। প্রতিদিনই কমছে মূল্যসূচক ও লেনদেন। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক কমতে কমতে বিগত ৩৫ মাস পেছনে ফিরে গেছে। একই সঙ্গে লেনদেনও নেমেছে তিন শ কোটি টাকার ঘরে ও ৮২ শতাংশ কম্পানির শেয়ারের দাম কমেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শেয়ার বিক্রির চাপে সূচক কমার সঙ্গে বেশির ভাগ কম্পানির শেয়ারের দাম হ্রাস পেয়েছে। এই বাজারে বেশির ভাগ কম্পানির শেয়ারের দাম কমে গেছে।

গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৮৮ কোটি ৩৬ লাখ টাকা। আর মূল্যসূচক কমেছে ৫২ পয়েন্ট। আগের দিন লেনদেন হয়েছিল ৩৫০ কোটি ৪৯ লাখ টাকা আর সূচক কমেছিল ২০ পয়েন্ট। সেই হিসাবে সূচক কমার সঙ্গে লেনদেনেও বড় দরপতন হয়েছে।

ডিএসইর তথ্যানুযায়ী, এই মূল্যসূচক গত দুই বছর ১১ মাসের মধ্যে সর্বনিম্ন। ২০১৬ সালের ১১ নভেম্বর ডিএসই সূচক গতকালের চেয়ে কম ছিল। ওই দিন সূচক ছিল চার হাজার ৬৯৮ পয়েন্ট।

সিএসই লেনদেনের সঙ্গে মূল্যসূচকেও পতন ঘটেছে। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৬৬ লাখ টাকা। আর সূচক কমেছে ৯৭ লাখ টাকা।

মন্তব্যসাতদিনের সেরা