kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

শিলং সংলাপে বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   

২২ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশিলং সংলাপে বাণিজ্যমন্ত্রী

ভারতের মেঘালয় রাজ্যে ‘শিলং সংলাপ-২০১৯’ এবং আসাম রাজ্যের গুয়াহাটিতে অনুষ্ঠেয় ইন্দো-বাংলাদেশ স্টেকহোল্ডার সম্মেলনে যোগ দিতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গতকাল সোমবার সকালে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে আরো বলা হয়, তিনি আগামী ২২-২৩ অক্টোবর ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে ইন্দো-বাংলাদেশ স্টেকহোল্ডার সম্মেলন এবং ২৪-২৫ অক্টোবর মেঘালয় রাজ্যে শিলং সংলাপে অংশ নেবেন। এশিয়ান কনফ্লুয়েন্স এবং ইন্ডিয়া ইস্ট এশিয়া সেন্টারের আমন্ত্রণে বাণিজ্যমন্ত্রী উল্লিখিত দুটি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

শিলং সংলাপের মূল প্রতিপাদ্য হচ্ছে উত্তর-পূর্ব ভারত ও পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যে পর্যটন এবং কৃষি/উদ্যানতত্ত্ব খাতে মূল্য সংযোজন প্রক্রিয়ার উন্নয়ন। এ সংলাপে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিশেষত উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে এবং দুই দেশের মানুষের মধ্যেও যোগাযোগ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সফর শেষে আগামী ২৫ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা