kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

বাণিজ্যযুদ্ধেও ২৪% আয় বেড়েছে হুয়াওয়ের

নিজস্ব প্রতিবেদক   

২১ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবছরের তৃতীয় প্রান্তিকে ৮৬ বিলিয়ন ডলার আয় করেছে হুয়াওয়ে, যা গত বছরের তুলনায় ২৪.৪ শতাংশ বেশি। এ সময় কম্পানির নিট মুনাফার পরিমাণ ছিল ৮.৭ শতাংশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের মধ্যেও এমন সাফল্যের খবর দিয়েছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

২০১৯ সালের ব্যাবসায়িক ফলাফলে দেখা যায়, হুয়াওয়ে আইসিটি অবকাঠামো এবং স্মার্ট ডিভাইসগুলোর ওপর বেশি প্রাধান্য দিয়েছে এবং পণ্যের দক্ষতা ও গুণগতমানও ঠিক রেখেছে, যা বছরের প্রথম তিন প্রান্তিকে হুয়াওয়ের সাংগঠনিক স্থিতিশীলতা বৃদ্ধিতে অবদান রেখেছে। বিশ্বব্যাপী বাণিজ্যিক ভিত্তিতে ৫জির নেটওয়ার্ক স্থাপনের কাজ চলছে। হুয়াওয়ে তাদের সুপার আপলিঙ্ক, স্মার্ট ও ট্রান্সপোর্ট নেটওয়ার্ক সহজ করার মতো ইনোভেটিভ সলিউশন চালু অব্যাহত রেখেছে। শিল্প উদ্ভাবনী কম্পানির সঙ্গে যুক্ত হয়ে ৫জি নির্ধারিত নেটওয়ার্কিংয়ের জন্য কাজ করে যাচ্ছে।

মন্তব্য