kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

নগদ প্রণোদনায় বাড়ছে রেমিট্যান্স

১৮ দিনেই এলো ১০০ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক   

২১ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে১৮ দিনেই এলো ১০০ কোটি ডলার

টাকার অবমূল্যায়ন ও নগদ প্রণোদনা বিতরণ শুরু হওয়ায় বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা। চলতি মাসের ১৮ দিনেই প্রায় ১০০ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন তাঁরা। এ নিয়ে চলতি ২০১৯-২০ অর্থবছরের তিন মাস ১৮ দিনেই রেমিট্যান্সের পরিমাণ ৫৫০ কোটি ডলার ছাড়িয়েছে। রেমিট্যান্সের এই ধারা অব্যাহত থাকলে অর্থবছর শেষে তা দুই হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ৪৫১ কোটি আট লাখ ডলারের রেমিট্যান্স আসে। এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে ১৬.৫৯ শতাংশ বেশি ছিল।

প্রতিবছর দুই ঈদের পর রেমিট্যান্স প্রবাহ কমে যায়। কোরবানির ঈদের পর ধারণা করা হয়েছিল সেপ্টেম্বরে প্রবাসীরা কম রেমিট্যান্স পাঠাবেন। কিন্তু এবার তেমন হয়নি। সেপ্টেম্বরে ১৪৬ কোটি ৮৪ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন তাঁরা। এর আগে গত মে মাসে রোজার ঈদকে সামনে রেখে ১৭৪ কোটি ৮১ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা, যা ছিল এক মাসের হিসাবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল জুলাই মাসে; ১৫৯ কোটি ৭৭ লাখ ডলার।

আর চলতি অক্টোবর মাসের ১৮ দিনে ৯৯ কোটি ৮৫ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। সব মিলিয়ে ২০১৯-২০ অর্থবছরের তিন মাস ২১ দিনে ৫৫০ কোটি ৯৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

মন্তব্যসাতদিনের সেরা