kalerkantho

বৃহস্পতিবার । ০৫ ডিসেম্বর ২০১৯। ২০ অগ্রহায়ণ ১৪২৬। ৭ রবিউস সানি ১৪৪১     

করপোরেট কর্নার

২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকরপোরেট কর্নার

ফেয়ার ইলেকট্রনিকস : গ্লোবাল ব্র্যান্ড ম্যানুফ্যাকচারার হিসেবে পুরস্কার পেল ফেয়ার ইলেকট্রনিকস। তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলকের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ফেয়ার গ্রুপের চেয়্যারম্যান ও ফেয়ার ইলেকট্রনিকসের এমডি রুহুল আলম আল মাহবুব। সংবাদ বিজ্ঞপ্তি


ইসলামী ব্যাংক : ফেনী সদর হাসপাতাল মোড়ে ইসলামী ব্যাংকের ব্যাংকিং বুথ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি আবু রেজা মো. ইয়াহিয়া এবং ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহমদ চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি


উত্তরা ব্যাংক : উত্তরা ব্যাংক লিমিটেডের চতুর্থ আঞ্চলিক প্রধান সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ রবিউল হোসেন এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তি


মার্কেন্টাইল ব্যাংক : মার্কেন্টাইল ব্যাংক এবং  সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ), পরিকল্পনা মন্ত্রণালয়ের মধ্যে সম্প্রতি চুক্তি নবায়ন হয়েছে। অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি ও সিএসবিও আদিল রায়হান এবং সিপিটিইউয়ের আইএমই ডিভিশনের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব আলী নুর চুক্তিতে স্বাক্ষর করেন। সংবাদ বিজ্ঞপ্তি


হুইল : রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টারের ‘হুইল জয়যাত্রা’ বিষয়ক কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মোকাম্মেল হোসেইন, ইউনিলিভার বাংলাদেশের হোমকেয়ার বিভাগের পরিচালক বিপণন তানজিন ফেরদৌস এবং যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি সংস্থা ইউনাইটেড পারপাসের ব্যবস্থাপক শ্রীরামাপ্পা গনচিকারা


আল-আরাফাহ্ : নারায়ণগঞ্জের সাইনবোর্ডে সম্প্রতি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৭৬তম শাখার উদ্বোধন করা হয়েছে।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আব্দুল মালেক মোল্লা এবং ব্যাংকের এমডি ও সিইও ফরমান আর চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি


ফার্স্ট সিকিউরিটি : ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঢাকা, সিলেট ও বরিশাল অঞ্চলের ত্রৈমাসিক ব্যাবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মো. আলী এবং এএমডি আব্দুল আজিজ। সংবাদ বিজ্ঞপ্তি

মন্তব্যসাতদিনের সেরা