kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

সেমিনারে বাণিজ্যমন্ত্রী

রাজস্ব আদায়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক   

২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেজাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায় প্রক্রিয়া নিয়ে সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী বলেছেন, রাজস্ব আদায়ের পদ্ধতি নিয়ে আরো গভীরে যেতে হবে। জমিদারি আমলের মতো লাঠিয়াল পাঠিয়ে টাকা নিয়ে আসার প্রক্রিয়া ঠিক নয়। ব্যবসায়ীদের প্রবৃদ্ধির কথা মাথায় নিতে হবে। এ জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা। এ সময় বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতির কথা বিবেচনা করে রাশিয়ার সঙ্গে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (এফটিএ) বা মুক্ত বাণিজ্য চুক্তি করা জরুরি বলেও মন্তব্য করেন। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেট-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিআইএস-বিসিসিআই) আয়োজিত ‘ফোস্টারিং গ্লোবাল ফ্রি ট্রেড রিলেশনস’ বিষয়ে সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশের কাতারে গেলে বিশ্ববাণিজ্য প্রসারের জন্য বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ করার বিকল্প নেই। ২০২৪ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে, এর তিন বছর পর এলডিসিভুক্ত দেশের বাণিজ্য সুবিধাগুলো আর থাকবে না। প্রতিযোগিতামূলক বিশ্ববাণিজ্যে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাণিজ্য সুবিধা বাড়াতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

মন্তব্যসাতদিনের সেরা