kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সভা

যশোর অফিস   

২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেখুলনা বিভাগের ৬৫ এনজিওপ্রধানের অংশগ্রহণে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক সভা গতকাল যশোর শহরের ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এনজিওবিষয়ক ব্যুরো ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব কে এম আব্দুস সালাম। তিনি বলেন, আন্তর্জাতিক ও দেশীয় পর্যায়ে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশের ইতিবাচক অবস্থান রয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা