kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

আইএমএফের পূর্বাভাস

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৭.৪%

বাণিজ্য ডেস্ক   

১৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৭.৪%

রপ্তানি, রেমিট্যান্স ও ম্যানুফ্যাকচারিং খাতের সাফল্যে ভর করে জোরালো প্রবৃদ্ধি অর্জনের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ অর্থনৈতিক পূর্বাভাসে বলা হয়, ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি আসবে ৭.৪ শতাংশ।

গত মঙ্গলবার আন্তর্জাতিক সংস্থাটি ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ শীর্ষক এ প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক বৈঠককে ঘিরে। এতে বলা হয়, ২০২৪ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি আসবে ৭.৩ শতাংশ।

যদিও চলতি অর্থবছরে বাংলাদেশ সরকারের জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৮.২ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে গত অর্থবছরে (২০১৮-১৯) জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৮.১৩ শতাংশ।

বিশ্বব্যাংক জানায়, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৭.২ শতাংশ। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মতে প্রবৃদ্ধি হবে ৮ শতাংশ। আইএমএফ জানায়, ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি হবে ৫.৫ শতাংশ। বৈদেশিক লেনদেনে চলতি হিসাবে উদ্বৃত্ত থাকবে। চলতি হিসাবে উদ্বৃত্তের পরিমাণ জিডিপির শূন্য দশমিক ২ শতাংশ হতে পারে বলে সংস্থাটির ধারণা। বিশ্ব অর্থনীতি নিয়ে আইএমএফ জানায়, বাণিজ্যিক ও রাজনৈতিক দ্বন্দ্ব বাড়ায় এ বছর বিশ্ব প্রবৃদ্ধি ২০০৮ সালের সংকটের পর সর্বনিম্ন হবে। সংস্থার মতে, আগামী অর্থবছরে বিশ্ব প্রবৃদ্ধি ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা থাকলেও মধ্যপ্রাচ্যের সংঘাত ও যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধের কারণে সে সম্ভাবনা হুমকিতে পড়তে পারে।

মন্তব্যসাতদিনের সেরা