kalerkantho

সোমবার । ১৮ নভেম্বর ২০১৯। ৩ অগ্রহায়ণ ১৪২৬। ২০ রবিউল আউয়াল ১৪৪১     

এসএসজি দেশের বাজারে আনল ভেলভেট

বাণিজ্য ডেস্ক   

১৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএসএসজি দেশের বাজারে আনল ভেলভেট

এসএসজি : এসএসজি দেশের বাজারে আনল প্রথম ভেলভেট। এ উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্পানির সিইও এবং এমডি মোহাম্মদ ইব্রাহিম এবং ডিএমডি হারুন অর রশিদ

পরিবর্তনশীল বাজারের সঙ্গে তাল মিলিয়ে এবং ক্রেতাদের রুচির সঙ্গে সামঞ্জস্য রেখে সুপার স্টার গ্রুপ (এসএসজি) বাজারে নিয়ে এলো বাংলাদেশে এই প্রথম মিরর পলিশড মোল্ডে উন্নত ক্রোম প্লেটেড প্রযুক্তিতে প্রস্তুত নতুন পিয়ানো সুইচ-সকেট ‘ভেলভেট’। আন্তর্জাতিক মানসম্পন্ন এবং সম্পূর্ণ ইউনিক ডিজাইনের এই ভেলভেট সিরিজ বাজারে সাড়া ফেলবে বলে আশা করছেন কম্পানির কর্মকর্তারা। কম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ভেলভেট সিরিজের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্পানির প্রধান নির্বাহী এবং এমডি মোহাম্মদ ইব্রাহিম, ডিএমডি হারুন অর রশিদ, সেলস এবং মার্কেটিং ডিরেক্টর মোহাম্মদ আবুল কালাম, সিনিয়র জিএম (মার্কেটিং) মুরশেদ মুনীম, ডিজিএম (মার্কেটিং) শেখ ইমরান আজিজসহ অন্য কর্মকর্তারা।

মন্তব্যসাতদিনের সেরা