kalerkantho

শুক্রবার । ১৩ ডিসেম্বর ২০১৯। ২৮ অগ্রহায়ণ ১৪২৬। ১৫ রবিউস সানি          

ইউরোপীয় প্রযুক্তির লিফট তৈরি করছে ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক   

১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশে বছরে লিফটের চাহিদা তিন হাজার ইউনিটেরও বেশি। বিদেশ থেকে এ পরিমাণ লিফট আমদানিতে ব্যয় হয় আনুমানিক ৮০০ কোটি টাকার। লিফটে আমদানিনির্ভরতা কমাতে দেশেই ইউরোপীয় প্রযুক্তির লিফট তৈরি করছে ওয়ালটন। আধুনিক ফিচারসমৃদ্ধ ওয়ালটন লিফট দামে সাশ্রয়ী এবং কেনা যাচ্ছে পাঁচ বছরের কিস্তি সুবিধায়।

ওয়ালটনের কর্মকর্তারা জানান, বর্তমানে বাজারে রয়েছে দুই ধরনের ওয়ালটন লিফট। প্যাসেঞ্জার লিফট এবং কার্গো লিফট। প্যাসেঞ্জার লিফট ৩০০ কেজি থেকে তিন হাজার কেজি পর্যন্ত। এসব লিফটে চার থেকে ৪০ জন প্যাসেঞ্জার বহন করা যায়। অন্যদিকে কার্গো লিফটের ধারণক্ষমতা ৮০০ কেজি থেকে চার হাজার ৫০০ কেজি পর্যন্ত।

ওয়ালটন লিফট বিভাগের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) সোহেল রানা বলেন, ২০১৪ সালে দেশেই লিফট তৈরির উদ্যোগ নেয় ওয়ালটন।

মন্তব্যসাতদিনের সেরা