kalerkantho

বৃহস্পতিবার । ১ শ্রাবণ ১৪২৭। ১৬ জুলাই ২০২০। ২৪ জিলকদ ১৪৪১

পায়রা বন্দর

হারবার ক্রেনে পণ্য খালাস

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি   

১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকলাপাড়া পায়রা সমুদ্রবন্দরের প্রথম জেটি এবং অত্যাধুনিক মোবাইল হারবার ক্রেনের মাধ্যমে পণ্য ওঠানামা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পায়রা বন্দরের টিয়াখালীর আন্ধারমানিক নদীতে ২১ কোটি টাকা ব্যয়ে ৮০ মিটার দৈর্ঘ্য, ২৪ মিটার প্রস্থে নির্মিত সার্ভিস জেটি এবং ২৯ কোটি টাকা ব্যয়ে জার্মানি থেকে কেনা ৬৪ টন লিফটিং ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক মোবাইল হারবার ক্রেনের মাধ্যমে পণ্য খালাস কার্যক্রম শুরু করা হয়।

প্রথম দিনে পায়রা বন্দরের ক্যাপিটাল ড্রেজিংয়ে নিয়োজিত বেলজিয়ামভিত্তিক কম্পানি জানডেনুলের পণ্য খালাসের মাধ্যমে পায়রা বন্দরের জেটি ও ক্রেন সচল হলো। এ সময় উপস্থিত ছিলেন এস এম ইমতিয়াজ ইসলাম, সুপারিনটেনডেন্ট (লাইটার অ্যান্ড মুরিং), লেফটেন্যান্ট কমান্ডার মোস্তাফিজুর রহমান, উপপরিচালক নিরাপত্তা, মো. সোহেল মীর।

মন্তব্যসাতদিনের সেরা