kalerkantho

শুক্রবার  । ২৭ চৈত্র ১৪২৬। ১০ এপ্রিল ২০২০। ১৫ শাবান ১৪৪১

হাইপারমার্কেট হোলসেল ক্লাব যমুনা ফিউচার পার্কে

নিজস্ব প্রতিবেদক   

১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেহাইপারমার্কেট হোলসেল ক্লাব যমুনা ফিউচার পার্কে

হোলসেল : দেশের প্রথম হাইপারমার্কেট হোলসেল ক্লাব লিমিটেডের উদ্বোধন করা হয়েছে। এই হাইপারমার্কেটের উদ্বোধন করেন গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি এবং যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলসহ অন্য অতিথিরা। ছবি : কালের কণ্ঠ

দেশের প্রথম হাইপারমার্কেট হোলসেল ক্লাব লিমিটেডের উদ্বোধন করা হয়েছে। এই হাইপারমার্কেটের উদ্বোধন করেন গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। যুক্তরাষ্ট্রের ওয়ালমার্ট-কসকো-স্যামস ক্লাবের আদলে এই হাইপারমার্কেটটি প্রস্তুত করা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে। প্রায় এক লাখ স্কয়ারফিট বিস্তৃত এই সুপারশপ সপ্তাহের সাত দিন খোলা রাখা হবে বলে জানান তাঁরা।

সারা বছর পাইকারি দামে শতভাগ ফ্রেশ ও অর্গানিক মাছ মাংস সবজি পাওয়া যাবে এই সুপার শপে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘কিছু অসাধু মানুষের জন্য ভেজাল খাদ্য ও ভেজাল কসমেটিকসের কারণে মানুষকে ভুগতে হচ্ছে। হোলসেল ক্লাবকে তাদের গ্রাহকদের জন্য ভেজালমুক্ত ও নিরাপদ পণ্য সরবরাহ করে গ্রাহকদের মনে জায়গা করে নিতে হবে।’

সভাপতির বক্তব্যে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল বলেন, ‘এখন থেকে একই ছাদের নিচে নিত্যপ্রয়োজনীয় সব বিশুদ্ধ ও ভেজালমুক্ত পণ্য পাবেন। এখানে কোনো রকম ছলচাতুরির সুযোগ থাকবে না।’

এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যমুনা গ্রুপের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম (এমপি), এমডি মো. শামিম ইসলাম, পরিচালক মনিকা নাজনিন ইসলাম, পরিচালক সুমাইয়া হোসেন ইসলাম, ইস্টার্ন ব্যাংকের আলি রেজা ইফতেখার, পরিচালক (হিসাব) এস এম আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা