kalerkantho

সোমবার । ২৯ আষাঢ় ১৪২৭। ১৩ জুলাই ২০২০। ২১ জিলকদ ১৪৪১

পলাশে বস্ত্র ও পাট মন্ত্রী

পিপিপির মাধ্যমে রাষ্ট্রায়ত্ত পাটকল সচল করা হবে

নরসিংদী প্রতিনিধি   

১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপিপিপির মাধ্যমে রাষ্ট্রায়ত্ত পাটকল সচল করা হবে

দেশের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো সচল ও এর আধুনিকায়নে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে পরিচালনা করা হবে। এ জন্য শিগগিরই সরকারের সঙ্গে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর চুক্তি করা হবে। নরসিংদীর পলাশে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এ কথা বলেছেন।

গতকাল বুধবার নরসিংদীর জনতা জুটমিল পরিদর্শন শেষে মন্ত্রী আরো বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো আধুনিকায়ন না হওয়ায় দিন দিন এগুলো লোকসানের পথে যাচ্ছে। যে কারণে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা দিতেও সমস্যা হচ্ছে। কিন্তু বেসরকারি পাটকলগুলোতে সেই চিত্র নেই। তারা পণ্যের আধুনিকায়নের ফলে অনেকটা লাভের পথে। জনতা জুটমিল পরিদর্শনে এসে এমনটাই দেখা যায়।

জনতা জুটমিল পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বেলায়েত হোসেন, যুগ্ম সচিব মো. খোরশিদ আলম, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, জনতা জুটমিলের পরিচালনা পরিষদের সভাপতি মো. সাইদুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা