kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

ভারতে আবাসন ব্যবসার প্রবৃদ্ধি কমতে পারে

বাণিজ্য ডেস্ক   

১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাধারণ মানুষের হাতে নগদ অর্থের জোগান কম থাকায় ভারতে এ বছর আবাসন পণ্যের দাম বাড়ার সম্ভাবনা কম। সংবাদ সংস্থা রয়টার্সের করা একটি সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। তাতে দিল্লিতে আবাসনের মূল্য উল্টো কমার ভবিষ্যদ্বাণী করা হয়েছে।

রয়টার্স জানায়, ভারতের বৃহৎ ব্যাংক এবং অর্থনৈতিক সংস্থাগুলোর হাতে অনাদায়ী ঋণের পরিমাণ ক্রমেই বেড়ে যাওয়ার ফলে ক্রেতাদের হাতে অর্থের জোগানও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। গত এক দশক ধরে ক্রমেই বৃদ্ধি পেতে থাকার পর গত দুই বছরে আবাসন ব্যবসাতে লাভের মূল্য কমেছে অনেকটাই। এনডিটিভি।

মন্তব্যসাতদিনের সেরা