kalerkantho

বুধবার । ২৫ চৈত্র ১৪২৬। ৮ এপ্রিল ২০২০। ১৩ শাবান ১৪৪১

বিদ্যুৎ বিল ফ্রির সুযোগ ওয়ালটন এসিতে

নিজস্ব প্রতিবেদক   

৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেডিজিটাল ক্যাম্পেইন সিজন-৫-এর আওতায় ১২ বছর পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি দেওয়ার ঘোষণা দিয়েছে ওয়ালটন। প্রতিষ্ঠানটি বলছে, বাড়তি বিদ্যুৎ বিলের শঙ্কায় এসি কিনতে দ্বিধাগ্রস্ত ক্রেতাদের কথা চিন্তা করে এ সুবিধা দেওয়া হচ্ছে।

ওয়ালটন জানায়, অনলাইনে দ্রুত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে কাস্টমার ডাটাবেইস তৈরি করছে ওয়ালটন। এ উপলক্ষে ৭ অক্টোবর শুরু হয়েছে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৫। এর আওতায় ক্রেতাদের ডিজিটাল রেজিস্ট্রেশনে উদ্বুদ্ধ করতে এসিতে বিদ্যুৎ বিল ফ্রিসহ নানা সুবিধা দেওয়া হচ্ছে। রয়েছে ফ্রি ইনস্টেলেশনসহ বিভিন্ন অঙ্কের নিশ্চিত ক্যাশব্যাক।

ওয়ালটনের সিইও এবং এসির সিইও মোহাম্মদ তানভির রহমান জানান, এসব সুবিধার পাশাপাশি যেকোনো ব্র্যান্ডের পুরনো এসির বদলে ২৫ শতাংশ ছাড়ে ওয়ালটনের নতুন এসি কেনার সুযোগ রয়েছে। এ ছাড়া মাত্র ৪,৯০০ টাকা ডাউন পেমেন্টে ৩৬ মাসের সহজ কিস্তির সুবিধা, জিরো ইন্টারেস্টে ১২ মাসের ইএমআই (ইক্যুয়াল মান্থলি ইনস্টলমেন্ট) ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, ইনভার্টার এসির কম্প্রেসরে ১০ বছরের গ্যারান্টি দিচ্ছে ওয়ালটন।

মন্তব্যসাতদিনের সেরা