kalerkantho

বুধবার । ২৫ চৈত্র ১৪২৬। ৮ এপ্রিল ২০২০। ১৩ শাবান ১৪৪১

রেমিট্যান্স আহরণে প্রথম অগ্রণী ব্যাংক

বাণিজ্য ডেস্ক   

৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরেমিট্যান্স আহরণে প্রথম অগ্রণী ব্যাংক

অগ্রণী ব্যাংক : ব্যাংকিং চ্যানেলে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণে সরকারি ব্যাংকের মধ্যে প্রথম স্থান লাভ করায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছ থেকে রেমিট্যান্স অ্যাওয়ার্ড গ্রহণ করেন অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম

দেশের ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে প্রবাসী বাংলাদেশিদের অবদানের স্বীকৃতি এবং ব্যাংকিং চ্যানেলে অধিক পরিমাণ বৈদেশিক মুদ্রা প্রেরণে উৎসাহী করার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক ষষ্ঠবারের মতো প্রবাসী বাংলাদেশিদের সম্মাননা প্রদান করেন। সরকারি ব্যাংকের মধ্যে প্রথম স্থান অধিকার করে অগ্রণী ব্যাংক। এ উপলক্ষে সম্প্রতি ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০১৮ বিষয়ক এক সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ব্যাংকিং চ্যানেলে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণে সরকারি ব্যাংকের মধ্যে প্রথম স্থান লাভ করায় অর্থমন্ত্রীর কাছ থেকে রেমিট্যান্স অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। স্কিল্ড ক্যাটাগরিতে জাকির হোসেন অগ্রণী ব্যাংক, বোরহানউদ্দিন শাখা ভোলার মাধ্যমে সর্বাধিক রেমিট্যান্স প্রেরণ করে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন। উপস্থিত ছিলেন সিনিয়র সচিব, অর্থ মন্ত্রণালয় আসাদুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

 

মন্তব্যসাতদিনের সেরা