kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

বাণিজ্য সহযোগিতা বাড়াতে কাজ করবে ডিসিসিআই ও লিয়াওনিং

নিজস্ব প্রতিবেদক   

১০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং লিয়াওনিং ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। এতে স্বাক্ষর করেন ডিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াকার আহমেদ চৌধুরী এবং লিয়াওনিংয়ের চেয়ারম্যান ঝাও ইয়ানকিং। গতকাল সোমবার রাজধানীর মতিঝিলে ডিসিসিআই কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ঝাও ইয়ানকিংয়ের নেতৃত্বে ১১ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধিদল এ সময় উপস্থিত ছিল। ডিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াকার আহমেদ চৌধুরী বলেন, চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী দেশ এবং ২০১৭-১৮ অর্থবছরে চীন ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১২.৪০ বিলিয়ন ইউএস ডলার। এটা বাংলাদেশের সার্বিক বৈদেশিক বাণিজ্যের ১৩.৮৫ শতাংশ। ওই একই অর্থবছরে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ১১ বিলিয়ন ডলার।

মন্তব্যসাতদিনের সেরা