kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

ফ্রিজ বিক্রিতে সফল ৫০ জনকে স্বীকৃতি দিল ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক   

৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফ্রিজ বিক্রিতে সফল ৫০ জনকে স্বীকৃতি দিল ওয়ালটন

ওয়ালটন : ডিজিটাল ক্যাম্পেইনের ব্যাপক প্রচার ও রেকর্ড পরিমাণ ফ্রিজ বিক্রির সাফল্যে অবদান রাখায় কর্মকর্তা ও পরিবেশকদের পুরস্কৃত করে ওয়ালটন কর্তৃপক্ষ

বছরের প্রথম আট মাসে (জানুয়ারি থেকে আগস্ট) প্রায় ১৭ লাখ ইউনিট ফ্রিজ বিক্রি করেছে ওয়ালটন; যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫১ শতাংশ বেশি। ফ্রিজ বিক্রির এই সাফল্য উদ্‌যাপনে সম্প্রতি ওয়ালটন করপোরেট অফিসে ‘ডিজিটাল ক্যাম্পেইন ব্র্যান্ডিং অ্যাওয়ার্ড ও বেস্ট এরিয়া ম্যানেজার ইভ্যালুয়েশন অ্যাওয়ার্ড জুলাই-২০১৯’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়; যাতে ডিজিটাল ক্যাম্পেইনের ব্যাপক প্রচার ও রেকর্ড পরিমাণ ফ্রিজ বিক্রির সাফল্যে বিশেষ অবদান রাখায় ৩০ জন কর্মকর্তা এবং ২০ জন পরিবেশককে পুরস্কৃত করে কর্তৃপক্ষ।

পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের এমডি এস এম আশরাফুল আলম। আরো উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর ইভা রিজওয়ানা।

মন্তব্যসাতদিনের সেরা