kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

বিকাশে পরিশোধ হবে ডিপিডিসির বিদ্যুৎ বিল

বাণিজ্য ডেস্ক   

৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিকাশে পরিশোধ হবে ডিপিডিসির বিদ্যুৎ বিল

বিকাশ : রাজধানীর একটি হোটেলে ডিপিডিসি, বিকাশ এবং ব্র্যাক ব্যাংকের মধ্যে বিল পরিশোধসংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এতে উপস্থিত ছিলেন ডিপিডিসির এমডি প্রকৌশলী বিকাশ দেওয়ান, বিকাশের সিইও কামাল কাদীর এবং ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও চিফ অপারেটিং অফিসার মো. সাব্বির হোসেন

ডিপিডিসির গ্রাহকরা ঘরে বসেই এখন থেকে তাদের বিদ্যুৎ বিল বিকাশে পরিশোধ করতে পারবে। ঢাকার বৃৃহত্তম বিদ্যুৎ বিতরণ কম্পানি ডিপিডিসির ১২ লাখ পোস্টপেইড এবং প্রিপ্রেইড গ্রাহকরা এখন যেকোনো সময়, যেকোনো স্থান থেকেই বিকাশে সহজে, নিরাপদে এবং দ্রুত সময়ে বিদ্যুৎ বিলের পরিমাণ চেক করতে এবং সেই বিল পরিশোধ করতে পারবে। এতে ব্যাংকিং পার্টনার হিসেবে থাকবে ব্র্যাক ব্যাংক। এই মুহূর্তে দেশের তিনটি বৃহৎ বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানের প্রায় দুই কোটি ৭৫ লাখ গ্রাহক বিকাশে তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারছে।  

গতকাল রাজধানীর একটি হোটেলে ডিপিডিসি, বিকাশ এবং ব্র্যাক ব্যাংকের মধ্যে এসংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

মন্তব্যসাতদিনের সেরা