kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

৬ দিন পর বাড়ল শেয়ার কেনার চাপ

নিজস্ব প্রতিবেদক   

৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবকেয়া আদায় নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও গ্রামীণফোনের টানাপড়েনে একটানা ছয় দিনে কম্পানিটির শেয়ারের দাম কমেছে প্রায় ৩০ টাকা। তবে গতকাল বৃহস্পতিবার শেয়ার কেনা বাড়ে, যাতে শেয়ারের দাম বেড়েছে। একই সঙ্গে দেশের পুঁজিবাজারের মূল্যসূচকও ছয় দিন পর বৃদ্ধি পেয়েছে।

পুঁজিবাজারসংশ্লিষ্টরা বলেন, বড় মূলধনী কম্পানি হওয়ায় গ্রামীণফোনে শেয়ার বিক্রির চাপ থাকলে পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়ে। গত ছয় দিন গ্রামীণফোনের শেয়ার বিক্রির চাপ থাকায় সূচক কমেছে, তবে গতকাল কম্পানিটির শেয়ারের দাম বাড়ায় সূচকও বেড়েছে। গ্রামীণফোনের শেয়ারের দাম গতকাল ৬.১ টাকা বেড়েছে।

সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল টানা ছয় কার্যদিবস পর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেনও বেড়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৭ কোটি ৬৫ লাখ টাকা। আর সূচক বেড়েছে ২৬ পয়েন্ট।

মন্তব্যসাতদিনের সেরা