kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

নারীশিক্ষায় অবদান রাখছে হুয়াওয়ে

বাণিজ্য ডেস্ক   

৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারীশিক্ষায় অবদান রাখছে হুয়াওয়ে

হুয়াওয়ে : স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড। সম্প্রতি রাজধানীর টিঅ্যান্ডটি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড। মেয়েরা যেন ডিজিটাল পদ্ধতিতে পড়ালেখা করতে পারে সে জন্য স্কুল কর্তৃপক্ষকে ট্যাবও প্রদান করে। সম্প্রতি রাজধানীর টিঅ্যান্ডটি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব শিক্ষা উপকরণ দেওয়া হয় শিক্ষার্থীদের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং এবং হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও ঝ্যাং ঝেংজুন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টিঅ্যান্ডটি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা ফেরদৌসী খান। অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘বিশ্বের নেতৃস্থানীয় আইসিটি সলিউশন প্রদানকারী হওয়া সত্ত্বেও হুয়াওয়ে বাংলাদেশের শিক্ষা খাতের সহায়তায় এগিয়ে আসছে। নিঃসন্দেহে এই উদ্যোগ পড়াশোনায় উৎসাহ জোগাবে।’

ঝ্যাং ঝেংজুন বলেন, ২০ বছর ধরে বাংলাদেশের সঙ্গে বেড়ে উঠছে হুয়াওয়ে। এই সময়কালে বাংলাদেশে দ্রুত উন্নতি পরিলক্ষিত হয়েছে। এ দেশের ভিশন-২০২১ যাত্রার সঙ্গী হতে চায়।

মন্তব্যসাতদিনের সেরা