kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

‘গুড ফ্যাশন’ তহবিল চালু

বাণিজ্য ডেস্ক   

৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশ, ভারত ও ভিয়েতনামের ফ্যাশন খাতে নতুন বিনিয়োগ আসছে। উদ্ভাবনী সব প্রযুক্তি স্থাপনের জন্য বিনিয়োগের মাধ্যমে অ্যাপারেল ও ফুটওয়্যার সাপ্লাই চেইনের পদ্ধতিতে নতুন সব পরিবর্তন নিয়ে আসতে চালু হয়েছে ‘গুড ফ্যাশন’ তহবিল। এই তহবিলের পরিমাণ ছয় কোটি (৬০ মিলিয়ন) ইউএস ডলার। 

ফ্যাশন ফর গুডের মাধ্যমে যাত্রা শুরু করা এই তহবিল সিঅ্যান্ডএ ফাউন্ডেশন ও হংকংভিত্তিক সংস্থা দ্য মিলস ফ্যাবরিকা অ্যান্ড ফাউন্টের সহযোগিতায় গঠিত হয়েছে। সম্প্রতি হংকংয়ের ফ্যাশন সামিটে সিঅ্যান্ডএ ফাউন্ডেশনের বোর্ড পরিচালক অ্যালবার্ট ব্রেনিংকমিজার ও ফান্ড পরিচালক বব অ্যাসেনবার্গ আনুষ্ঠানিকভাবে গুড ফ্যাশন তহবিলের ঘোষণা দেন।

এই তহবিল বিশেষত বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামের পাশাপাশি এশিয়াজুড়ে অন্যান্য অঞ্চলে সাপ্লাই চেইনের উদ্ভাবনে অর্থ বিনিয়োগে ইম্প্যাক্ট লেন্ডিং সরঞ্জাম সরবরাহ করে থাকে। অর্থনৈতিক সমৃদ্ধি এবং মানসম্পন্ন ফ্যাশন—উভয়ই সরবরাহ করে এমন সব নতুন উদ্ভাবনে অ্যাপারেল সাপ্লাই চেইনের নির্মাতাদের জন্য বিনিয়োগ ও পুনর্বিনিয়োগ করাই হচ্ছে গুড ফ্যাশন তহবিলের লক্ষ্য।

মন্তব্যসাতদিনের সেরা