kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

উৎস কর ০.২৫% করার দাবি বিজিএমইএর

নিজস্ব প্রতিবেদক   

৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদায়িত্ব গ্রহণের চার মাস পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়ে উৎস কর কমানোসহ একগুচ্ছ দাবি তুলে ধরেছেন বিজিএমইএ নেতারা। এ ছাড়া পোশাক কারখানার সংস্কারকাজ দেশীয়ভাবে তদারকি করার জন যে নতুন প্ল্যাটফর্ম ‘আর এম জি সাসটেইনেবিলিটি কাউন্সিল’ (আর এস সি) গঠন করা হচ্ছে তার রূপরেখা এবং কার্যপ্রণালি সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন সংগঠনটির নেতারা। বৈঠক সম্পর্কে বিজিএমইএ সহসভাপতি আরশাদ জামাল দিপু কালের কণ্ঠকে বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার চার মাস ১০ দিনের মাথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তাঁর কার্যালয়ে গিয়েছিলাম। দীর্ঘ দুই ঘণ্টার বেশি সময় প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের নানা বিষয়ে আলোচনা হয়েছে। আমরা আমাদের বেশ কিছু দাবিদাওয়া প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছি, তিনিও আমাদের নানা বিষয়ে পরামর্শ দিয়েছেন।’ আরশাদ জামাল বলেন, ‘আমাদের দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল উৎস কর কমানোর বিষয়টি। গত বাজেটে উৎস করের বিষয়ে কিছু না উল্লেখ করায় চলতি অর্থবছর থেকে উৎস কর ১ শতাংশ হয়ে গেছে। অর্থাৎ ব্যবসায়ীদের ১ শতাংশ হারে উৎস কর দিতে হবে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এনে উৎস কর দশমিক ২৫ শতাংশ করার অনুরোধ করেছিলাম। আমাদের প্রস্তাব শোনার পর প্রধানমন্ত্রী প্রথমে দশমিক ৭০ শতাংশ এবং পরে দশমিক ৫০ শতাংশ করার কথা বলেন। কিন্তু আমরা দশমিক ২৫ শতাংশের বিষয়েই অভিমত জানালে তিনি বলেন, ‘ঠিক আছে দেখব’। তাঁর কথা শুনে মনে হয়েছে আমাদের প্রস্তাবটি তিনি মেনে নেবেন এবং উৎস কর দশমিক ২৫ শতাংশই হবে।

মন্তব্যসাতদিনের সেরা