kalerkantho

মঙ্গলবার । ৭ আশ্বিন ১৪২৭ । ২২ সেপ্টেম্বর ২০২০। ৪ সফর ১৪৪২

করপোরেট কর্ণার

১৮ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকরপোরেট কর্ণার

মার্কেন্টাইল ব্যাংক : মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি-২০১৮ পেল পটুয়াখালীর বাউফল ও দশমিনা উপজেলার ৩৩ জন শিক্ষার্থী। গতকাল জেলার বাউফলের কালাইয়া সাহেদা-গফুর-ইব্রাহিম জেনারেল হাসপাতাল অডিটরিয়ামে এক অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক এ এস এম ফিরোজ আলম প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে চেক ও সনদ তুলে দেন


আল-আরাফাহ্ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এক সভার আয়োজন করে। সভায় বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ, বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক এবং বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি ও সিইও ফরমান আর চৌধুরী


পানি উন্নয়ন বোর্ড : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে গত ১৪ আগস্ট কোরআন খতম, আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। আরো ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি


ডেসকো : ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কম্পানি (ডেসকো) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীতে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনাসভা, রক্তদান কর্মসূচি, কোরআন তিলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেসকোর নির্বাহী পরিচালক (এইচআর) আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি

মন্তব্যসাতদিনের সেরা