kalerkantho

মঙ্গলবার । ৩০ আষাঢ় ১৪২৭। ১৪ জুলাই ২০২০। ২২ জিলকদ ১৪৪১

কর্পোরেট কর্ণার

১১ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকর্পোরেট কর্ণার

সামিট : সামিট গ্রুপ স্কুলবহির্ভূত কিশোর-কিশোরীদের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইউনিসেফকে ১০ লাখ টাকা অনুদান দিয়েছে। অনুষ্ঠানে সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি টোমো হোজুমির কাছে অনুদান হস্তান্তর করেন। সংবাদ বিজ্ঞপ্তি।


মিনিস্টার-মাই ওয়ান : গতকাল শনিবার চুয়াডাঙ্গার বড় বাজার চৌরাস্তার মোড়ে মিনিস্টার হাই-টেক পার্কের সৌজন্যে আয়োজন করা হয় ডেঙ্গু সচেতনতামূলক শোভাযাত্রা। উপস্থিত ছিলেন মিনিস্টার হাই-টেক পার্কের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ। সংবাদ বিজ্ঞপ্তি।


মধুমতি ব্যাংক : মধুমতি ব্যাংকের নির্বাহী কমিটির ৮৬তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আরো ছিলেন কমিটির সদস্য শারমীন গ্রুপের এমডি মোহাম্মদ ইসমাইল হোসেন, লা-বীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, মোনা ফিন্যানশিয়াল কনসালট্যান্সি অ্যান্ড সিকিউরিটিজের পরিচালক আহসানুল ইসলাম টিটু, বেঙ্গল গ্রুপের পরিচালক হুমায়ূন কবির বাবলু এবং ব্যাংকের এমডি ও সিইও সফিউল আজম। সংবাদ বিজ্ঞপ্তি।

মন্তব্যসাতদিনের সেরা