kalerkantho

সোমবার । ১৪ অক্টোবর ২০১৯। ২৯ আশ্বিন ১৪২৬। ১৪ সফর ১৪৪১       

কাগজবিহীন নিবন্ধন শুরু করল বিকাশ

বাণিজ্য ডেস্ক   

৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগ্রাহকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্ক্যান করে এবং ছবি তুলে কয়েক মিনিটের মধ্যেই নতুন অ্যাকাউন্ট খোলা যাচ্ছে বিকাশে। যাকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হচ্ছে পেপারলেস ডিজিটাল নিবন্ধন পদ্ধতি। ফলে এখন থেকে তাত্ক্ষণিকভাবেই খোলা যাবে বিকাশ অ্যাকাউন্ট, ই-কেওয়াইসির (ইলেকট্রনিক-নো ইয়োর কাস্টমার) মাধ্যমে।

এ পদ্ধতিতে অ্যাকাউন্ট খোলার সময় তাত্ক্ষণিকভাবে গ্রাহকের তথ্যের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের এনআইডি ডাটা বেইসে রক্ষিত তথ্যের সত্যতা যাচাই (ভেরিফাই) করেই নতুন বিকাশ অ্যাকাউন্ট নিবন্ধন এবং এর সব সেবা ব্যবহার করা সম্ভব হচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা