kalerkantho

মঙ্গলবার । ২৪ চৈত্র ১৪২৬। ৭ এপ্রিল ২০২০। ১২ শাবান ১৪৪১

আইডিএলসির মুনাফা ১০৫ কোটি টাকা

বাণিজ্য ডেস্ক   

৫ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ২০১৯ সালের  প্রথম ছয় মাসে ১০৫.১৩ কোটি টাকা কর-পরবর্তী নিট মুনাফা অর্জন করেছে। আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের (স্বতন্ত্র) কর-পরবর্তী নিট মুনাফা গত বছরের একই সময় হতে ১৫.০৯ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে, যা মোট ৯১.৯২ কোটি টাকা।

একই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২.৭৯ টাকা, যা গত বছর একই সময়ে ছিল ২.৯৫ টাকা। বুক ভ্যালু পার শেয়ার বেড়ে ৩৫.৪৬ টাকা হয়েছে, যা গত বছর একই সময়ে ছিল ৩৩.৩৬ টাকা। ডিসেম্বর ২০১৮ থেকে ঋণ সম্পদ  ৪.০২ শতাংশ বেড়ে আট হাজার ৭৩১ কোটি টাকায় উন্নীত হয়েছে। ঋণ সম্পদের এই প্রবৃদ্ধির মূল নিয়ামক ছিল কনজ্যুমার পোর্টফোলিও, যা গত ছয় মাসে ৮.৩৬ শতাংশ বৃদ্ধি পেয়ে কম্পানির মোট ঋণ সম্পদের ৩৫.০৩ শতাংশ হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা