kalerkantho

মঙ্গলবার । ২৪ চৈত্র ১৪২৬। ৭ এপ্রিল ২০২০। ১২ শাবান ১৪৪১

ডেঙ্গু আক্রান্তদের জন্য ব্লাড ক্যাম্প করল এফবিসিসিআই

বাণিজ্য ডেস্ক   

৫ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেডেঙ্গু আক্রান্তদের জন্য ব্লাড ক্যাম্প করল এফবিসিসিআই

‘ডেঙ্গু জ্বরের বিস্তার রোধে করণীয়’ বিষয়ে এক আলোচনাসভায় বক্তব্য দেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম

ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় রক্তের চাহিদা পূরণে এফবিসিসিআই একটি ‘ব্লাড ক্যাম্প’ স্থাপন করেছে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটির সভাপতি শেখ ফজলে ফাহিম সংগঠনের কার্যালয়ে রেড ক্রিসেন্ট টিমের সহায়তায় বিকেলে এই ব্লাড ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করেন।

অনুষ্ঠানে এফবিসিসিআই নেতারা ডেঙ্গু ভাইরাস টেস্টের প্রয়োজনীয় কিট আমদানির ক্ষেত্রে তাদের করণীয় থাকলে তা করারও আশ্বাস দেন। এফবিসিসিআইয়ের উদ্যোগে গতকাল রবিবার ‘ডেঙ্গু জ্বরের বিস্তার রোধে করণীয়’ বিষয়ে এক আলোচনাসভারও আয়োজন করা হয়।

সভায় এফবিসিসিআই নেতা ছাড়াও বেসরকারি মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এফবিসিসিআই সিনিয়র সহসভাপতি মো. মুনতাকিম আশরাফ, সহসভাপতি নিজামুদ্দিন রাজেশ এবং পরিচালকরা উপস্থিত ছিলেন। বেসরকারি মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. এম এ মুবিন খান আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সময়মতো যথাযথ চিকিৎসা দেওয়া গেলে ৯৫ শতাংশ ডেঙ্গু রোগীকে সুস্থ করে তোলা সম্ভব।

মন্তব্যসাতদিনের সেরা