kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

৬৪ জেলায় মেলা করবে বিসিক

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

বাণিজ্য ডেস্ক   

৫ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও ‘মুজিব বর্ষ উদ্‌যাপন উপলক্ষে ৬৪ জেলায় ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা করবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

গতকাল রবিবার বিসিক ভবনে (বিসিক বোর্ড রুমে) ‘বিসিকের মেলা ও ভবিষ্যৎ ভাবনা’ বিষয়ক এক কর্মশালায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান এনডিসি। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বিসিক পরিচালক (বিপণন ও নকশা) মাহবুবুর রহমান, বিসিক পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ, বিসিক পরিচালক (উন্নয়ন ও সম্প্রসারণ) খলিলুর রহমান, বিসিক পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আব্দুল মান্নান, বিসিক পরিচালক (প্রকল্প) মুহাম্মদ আতাউর রহমান ছিদ্দিকী, বিসিক মহাব্যবস্থাপক (বিপণন ও নকশা) শাকায়েতুল বারীসহ বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা