kalerkantho

সুপার স্পোর্টস বাইক আনল কাওয়াসাকি

বাণিজ্য ডেস্ক   

২ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাইকপ্রেমীদের জন্য দেশে প্রথমবারের মতো সুপার স্পোর্টস বাইক নিনজা ও জেড নিয়ে এসেছে কাওয়াসাকি। গত বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে বাইক দুটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে কাওয়াসাকি বাংলাদেশের পরিচালক কোসুকি ইয়োসিদা এবং অপারেশন ম্যানেজার সাফাত ইসতিয়াক কাওয়াসাকি নিনজা ১২৫ (এবিএস) ও কাওয়াসাকি জেড ১২৫ (এবিএস) বাইক দুটি উন্মোচন করেন।

অনুষ্ঠানে কাওয়াসাকি বাংলাদেশের ডিরেক্টর ইয়োসিদা বলেন, ‘অনন্য বৈশিষ্ট্যর অত্যাধুনিক এ বাইক উন্মোচনের মাধ্যমে বাংলাদেশে মোটরসাইকেল শিল্পের নতুন যুগের সূচনা করবে। আশা করি শক্তিশালী ও নতুন প্রযুক্তির কাওয়াসাকি মোটরসাইকেলটি বাংলাদেশের গ্রাহকদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে।’

কাওয়াসাকি বাংলাদেশের সঙ্গে জড়িতরা বলছেন, বাংলাদেশে মোটরবাইকের ইঞ্জিন সক্ষমতা ২৫০ সিসি করা হলে, ভবিষ্যতে আরো সাড়া জাগানো বাইক দেশে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।

কাওয়াসাকি নিনজা ১২৫ (এবিএস) ও কাওয়াসাকি জেড ১২৫ (এবিএস) নামের এ বাইক দুটি রাজধানীর ইস্কাটনের ফ্ল্যাগশিপ শোরুম ও রামপুরা ডিলার পয়েন্টে পাওয়া যাবে।

২০১৮ সাল থেকে বাংলাদেশে কাওয়াসাকি মোটরসাইকেলের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছে এশিয়ান মোটরবাইকস লিমিটেড।

মন্তব্য