kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

বড় মূলধনীর শেয়ারে গতি পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক   

১ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশেয়ার কেনার চাপ থাকায় পুঁজিবাজারে মূল্যসূচকে উত্থান হয়েছে। পাশাপাশি বেশির ভাগ কম্পানির শেয়ার দাম ও লেনদেনও বেড়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বৃদ্ধির সঙ্গে লেনদেনও বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেন।

ডিএসইর তথ্যানুযায়ী, বড় মূলধনী কম্পানির শেয়ার কিনতে চাপ থাকায় সূচক বেড়েছে। যদিও আগের দিন বড় মূলধনী কম্পানির শেয়ার বিক্রিতে চাপ ছিল। যাতে পুঁজিবাজারের মূল্যসূচকে পতন ঘটে।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪৭ কোটি ৬০ লাখ টাকা আর সূচক বেড়েছে ১৩ পয়েন্ট। আগের দিন লেনদেন হয়েছে ৪২৯ কোটি ৬৯ লাখ টাকা আর সূচক কমেছিল ৩৫ পয়েন্ট। সেই হিসেবে সূচক ও লেনদেন উভয়ই বৃদ্ধি পেয়েছে।

লেনদেন হওয়া ৩৫৩ কম্পানির মধ্যে দাম বেড়েছে ১২০টির, দাম কমেছে ১৯৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬ কম্পানির শেয়ার দাম।

মন্তব্যসাতদিনের সেরা